ছিনতাই মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে কানাইঘাট থানাপুলিশ।
থানায় দায়েরকৃত এজহার মোতাবেক জানা’যায় কানাইঘাটের আন্দুরমুখ বাজারের ফেক্সিলোড ব্যবসায়ী আমিনুল ইসলাম গত ২৩/১১/২০২৪ ইং তারিখে তার ব্যবসার কার্যক্রম শেষ করে বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে তার নিজ বাড়িতে যাওয়ার পথে বাটিবারাপৈত গ্রামের আব্দুস সালাম চৌধুরীর বাড়ির পাশে মসজিদের পয়েন্টে আশা মাত্রই ২/৩ জন লোক তাহাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।তার সাথে থাকা ৩টি Android মোবাইল ফোন ও তার বিভিন্ন ব্যবসার এক লক্ষ বিশ হাজার টাকা সহ সবকিছু নিয়ে যায় ছিনতাই কারীরা। পরে আমিনুল ইসলাম বাদী হয়ে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। এবং সেই মামলার ভিত্তিতে কানাইঘাট থানাপুলিশ বিভিন্ন ভাবে কৌশলে অভিযান পরিচালনা করে অবশেষে উক্ত মামলার ২ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়। ছিনতাই কারিরা হলেন দোয়ারাবাজার থানার জিরারগাও গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের ছেলে আনোয়ার হুসেন রিয়াজ ও আব্দুক কুদ্দুসের ছেলে হাসান আলী।
কানাইঘাট থানার মিডিয়া অফিসার দেবাশীষ শর্মা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।