আজ মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহরে র্যালী পরবর্তী উপজেলা সভাকক্ষে মহান মে দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে র্যালী পরবর্তী আলোচনা সভায় দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শ্রমজীবিরা। সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন বলেন, মহান মে দিবসে অনেক গুরুত্ব রয়েছে। এই দিনটিকে স্মরণীয় রাখতে মে দিবসের জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে। যাতে করে শ্রমিক ও মেহনতি মানুষ কর্মক্ষেত্রে নিরাপদ ও সুরক্ষিত থাকতে পারেন। বাংলাদেশের আজকের এ উন্নয়নের পিছনে শ্রমিকদের সবচেয়ে বড় অবদান রয়েছে বলে উল্লেখ করে সরকার শ্রমিকদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় আগামী দিনে শ্রমিকরা দেশ ও জাতির কল্যাণে আরো অবদান রাখতে পারবেন।
এছাড়াও আর্ন্তজাতিক মহান মে দিবস উপলক্ষে কানাইঘাট পৌর শহরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।