বুধবার সকাল ৮টার দিকে কানাইঘাট উপজেলারে সীমান্তবর্তি এলাকা কাড়াবাল্লার সীমান্ত দিয়ে প্রবেশকালে বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন আটগ্রাম সীমান্ত ফাড়ির সদস্যরা তাদের আটক করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুক আউয়াল জানান,আটককৃতরা ভারত থেকে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় এলাকা থেকে বিজিবি আটক করে।
আটগ্রাম বিজিবি ক্যাম্প সুত্রে জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ানি হয়। এরপর ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় অভিযানে অংস নিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করেছিলেন বলে স্বীকার করেন এ বিষয়ে বিজিবি জানিয়েছে,আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে প্রাথমিক তদন্ত শেষে তাদের কে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তারা।