কানাইঘাট উপজেলার কানাইঘাট থানা এলাকায় গতকাল রাত থেকে এক বিশেষ অভিযান পরিচালনা করে কানাইঘাট থানা পুলিশ। এবং সেই অভিযানে ৩০০শত পিছ ইয়াবা সহ তোফায়েল আহমদ স্বপন নামে একজন ও অন্যান্য মামলায় ওয়ারেন্ট ভুক্ত আরো দুজন কে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ।
জানাযায় ঐ মাদক ব্যবসায়ী তোফায়েল আহমদ কানাইঘাট থানার কেউটি হাওর এলাকার খসরুজ্জামানের পুত্র তোফায়েল আহমদ স্বপন সে দির্ঘদিন থেকে মাদক চোরাচালানে জড়িত রয়েছেন বলে একাদিক সুত্র জানায় এবং এই সুবাধে এলাকায় উক্ত মাদক ব্যবসায়ি তোফায়েল আহমদের জন্যে এলাকায় নানান সময় নানান সমস্যা লেগে থাকে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান উক্ত মাদক ব্যবসায়ি তোফায়েল আহমদ স্বপন দীর্ঘদিন থেকে মাদক কারবারে জড়িত শুক্তবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মাদক ব্যবসায়ী তোফায়েল আহমদ স্বপন ঐ দিন মাদকের বড়ো একটা চালান বিক্রি করবেন।তারই সুত্র ধরে কানাইঘাট থানাপুলিশের টিম অভিযান পরিচালনা করে এবং ঐ মাদক ব্যবসায়ি তোফায়ল আহমদ স্বপন প্রস্তুতি নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে এবং অন্যান্য মামলায় আরো দুজন ওয়ারেন্ট ভুক্ত আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয় কানাইঘাট থানা পুলিশ।অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান উক্ত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহন করে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।