শনিবার সকাল ৬টার দিকে কানাইঘাটের সীমান্তবর্তী লোভাছড়া এলাকা দিয়ে ২১ জনকে পুশইন করে বিএসএফ। পুশইন করা ঐ ২১জনকে বাংলাদেশ বর্ডার গার্ড লোভাছড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করে তাদের হেফাজতে নিয়ে যান। আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানিয়েছেন, ভারতের বিএসএফ কর্তৃক পুশইনকৃত ২১ জনকে বিজিবি আটকের বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
পুশইনকৃত আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার চন্দ্রকোনা গ্রামের মৃত বাতেনের পুত্র নুর মোহাম্মদ (৪০), তার স্ত্রী রেজিয়া বিবি (৩০), তাদের পুত্র রিয়াজুল (২১), রবিউল (১১), মেয়ে নুর বানু (৮), নুর মনি (৩), নুরী (০১), পুত্রবধু আলমিনা (২১), একই থানার ধর্মপুর গ্রামের মৃত আব্দুলের পুত্র শাহ জামাল (৫০), তার স্ত্রী হাছনা বানু (৪৩), তাদের পুত্র হামিদুল ইসলাম (৩২), হাফিজুল (১৯), হাসানুর (১৪), পুত্রবধু মিতা (২৫), হামিদুলের শিশু মেয়ে হালিমা (৪), ছেলে মারুফ (২), নাটোর জেলার লালপুর গ্রামের কাংগাল শেখের পুত্র আইয়ুব আলী (৪০), একই গ্রামের রবেশ শেখের পুত্র বিষু শেষ, রাজশাহী জেলার সদর থানার কাজিহাটা গ্রামের বজলুর রহমানের পুত্র আলি রেহমান (২৮), নিজাম উদ্দিন (২২), একই জেলার চক রাজাপুর গ্রামের মইন উদ্দিন সরকারের পুত্র পলাশ সরকার।
জানা যায়, পুশইনকৃতরা দীর্ঘদিন থেকে ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি তাদেরকে ভারতের পুলিশ বাংলাদেশী দাবী করে আটক করে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এনে বিএসএফ এর কাছে স্থানান্তর করে।
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার করার পরও কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে ১০ দিনের মধ্যে ভারতীয় বিএসএফ ৩৭ জনকে পুশইন করে। গত ১৪ মে পুশইনকৃত ১৬জনকে দনা বিজিবি ক্যাম্পের সদস্যরা আটকের পর থানায় হস্তান্তর করলে পরবর্তীতে তাদের আত্মীয়দের হেফাজতে ছেড়ে দেয় থানা পুলিশ।