1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
উজান থেকে আসা পাহাড়ি ঢলে কানাইঘাটের বণ্যা নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হবে সোমবার কানাইঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশু সহ ১৬জন কে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি লোভাছড়া পাথর কোয়ারিতে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেফতার ৩ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সিলেট জেলার শহিদ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান আজ মে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের র‍্যালি এবং আলোচন-সভা অনুষ্টিত জীববৈচিত্র্যের ক্ষতি লাঘবের জন্য সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে– সচিব ড. ফারহিনা আহমেদ চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্যকে নিয়ে গেল চোরাকারবারীরা কানাইঘাটে প্রকাশ্যে লুট হচ্ছে জব্দকৃত লোভাছড়ার অকশনের পাথর তথ্য অফিসের ‘আমার কিছু বলার আছে’ আলোচনা সভা অনুষ্ঠিত

আইন নিজের হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

সিলেট, বৃহস্পতিবার, ২৭ চৈত্র ১০ এপ্রিল:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের থেকে আইন-শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। ভবিষ্যতে আর কোনো মব সহ্য করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ বৃহস্পতিবার ১০ এপ্রিল সিলেটে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

মবের বিরুদ্ধে সবাইকে অবস্থান নেওয়ারও আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি সেহেতু লুট হওয়া অস্ত্র বাহিরে থাকলে কিছুটা নিরাপত্তার হুমকি তো থাকবেই। তবে ৫ আগস্টের পর দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, অনেকে সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কেননা অনেক গাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হইছে। আর আমরাও এখনো নতুন গাড়ি তাদেরকে দিতে পারিনি। তাই পুলিশকে পূর্ণ সামর্থ্যে এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সবমিলিয়ে এখনো পুলিশকে পুনর্গঠন করা যায়নি। সামনের দিনগুলোতে পুলিশের সার্বিক অবস্থা এবং আইন-শৃঙ্খলার আরো উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পুলিশের কাছ থেকে শুধু চাইলে হবে না, তাদের কিছু দিতেও হবে উল্লেখ করে তিনি বলেন, থাকা খাওয়াসহ পুলিশের জীবনমানে অনেক ঘাটতি থাকা সত্বেও পুলিশ যথাসাধ্য কাজ করে যাচ্ছে। পুলিশের কাছে আমাদের অনেক প্রত্যাশা, তবে প্রত্যাশার পাশাপাশি তাদের জীবনযাত্রার মানের উন্নতি এবং ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে চিঠি পাঠানোর পর আপডেট আছে কিনা? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলে চিঠি দেওয়া হয়েছে। তবে সে বিষয়ে এখনও জানানোর মতো নতুন কোনো তথ্য নেই।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট